২০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে হত্যা করেছে।
শনিবার সকালে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। নিহত যুবকের নাম বাপ্পা মিয়া (৩০)। তিনি পূর্ব বটুলী এলাকার আবদুর রউফের ছেলে।
ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটা তারের বেড়ার ভারতীয় অংশে বাপ্পার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে বটুলি বিজিবি কোম্পানী কমান্ডার দেলওয়ার হোসেন জানান, তারা পতাকা বৈঠকের অপক্ষোয় রয়েছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।