December 22, 2024, 10:48 am
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

লক্কর ঝক্কর লোকাল গণপরিবহনে গেইটলক!

৩০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : করোনার ভাইরাসের প্রাদুর্ভাব স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিদ্যুত গতিতে বেড়ে চলছে। মৃত্যু ও আক্রান্তের হার ক্রমশই বেড়ে চলছে। এরই মাঝে সরকারের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ, বাংলাদেশে  প্মোদির আগমন কে কেন্দ্র করে হেফাজত সহ রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ ও হেফাজতের হরতাল, যুবলীগের হরতাল বিরোধী বিক্ষোভ সহ নানা গণ জমায়েত হওয়ার মত কত কি ঘটে গেছে। যদিও সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা সেই শুরু থেকেই বলে আসছেন। আকশ্মিক গতকাল গণ পরিবহনের ৬০% ভাড়া বৃদ্ধি,গণ পরিবহনে  স্বাস্থ্য বিধিতে সরকার কঠিন হয় কিন্তু এই তথ্য বাংলাদেশের জনগণ কত ভাগ জেনেছে? যারা ফেইসবুক,, ইন্টারনেটে এক্টিভ তারাই হয়তো এই সংবাদ টি জেনেছে। বাংলাদেশের রাজধানীতে খেটে খাওয়া মানুষের পাশাপাশি চাকুরিজীবীর সংখ্যা যতেষ্ট। নিজস্ব পরিবহন ব্যবহার করা লোকের সংখ্যা যেমনই হোক তাদের ও যে সমস্যায় পরতে হয়নি ঠিক তা নয়। জ্যাম এর ফলে অনেকেই ভোগান্তিতে পরেছে। ঢাকা -চট্রগ্রাম মহাসড়ক নাঃগঞ্জের সিদ্ধিরগঞ্জ এর চিটাগাং রোড থেকে গুলিস্তান মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় লোকাল গণপরিবহন চলে সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের সঠিক সময়ে উপস্থিত হতে হয় অফিসে প্রতিদিন সকালে এমনিতেই ধাক্কা ধাক্কী, রীতিমতো যুদ্ধ করেই গণপরিবহনে যাতায়াত করে যাত্রীরা। শুধু এই রুটে নয় প্রতিটি রুটেই একই অবস্থা যাত্রীদের।  বাস ষ্ট্যান্ডে  আজকের চিত্র ছিল এই প্রতিবেদক প্রতিদিনের মত সানার পাড় স্ট্যান্ড যায় চিটাগাং রোড থেকে ছেড়ে আসা বাসের আসায় দেড় থেকে দুই ঘন্টা দাঁড়িয়ে গেইট খোলা বাসের দেখা মিলেন অন্যদিকে ফুটওভার ব্রিজ থেকে তাকিয়ে দেখা যায় সাইনবোর্ড থেকে সানার পাড় স্ট্যান্ড এ অনেক জ্যাম কচ্ছপ গতিতে ও চাকা চলেনা।স্ট্যান্ড এ যাত্রীদের উপচে পরা ভীড়। যে সব গণপরিবহন লক্কর ঝক্কর লোকাল চলে যাত্রীদের ডাকাডাকি করতে করতে মুখে ফেনা চলে আসে সেই সব পরিবহন ও গেইটলক বেশিরভাগ যাত্রী এর কারণ খুঁজে পাচ্ছেনা একে অপরকে জিজ্ঞাসা, নানা প্রশ্ন, আবার কেউ কেউ ফিরেও চলে যায়। হটাৎ একটি বাস এই প্রতিবেদক এর সামনে এসে গেইটখোলা অবস্থায় দাড়ালো হেলপারকে অনুরোধ করে উঠে গেলেন। বাসের ভিতরে দুই সিটে একজন বসা শুধু একটি সিটে দুই জন বসা পুরো বাসা খালি ভাড়া ৬০%বেশি সুন্দর স্বাস্থ্য বিধির পাশাপাশি এক যাত্রীর যথেষ্ট রাগ কন্ট্রাক্টর এর প্রতি গাল মন্দ থেকে শুরু করে এমন কোন অশালীন আচরণ নেই যে তিনি করেননি কন্ট্রাক্টর এর অপরাধ ভাড়া বেশি নিয়েছে আবার দুই যাত্রী বেশি কেন? সঠিক বলেছেন কিন্তু একদিকে জ্যাম সাইনবোর্ডের আগে সেই কারন খুঁজে পাওয়া যাচ্ছেনা অন্যদিকে উত্তেজিত যাত্রীকে থামানো যাচ্ছেনা কোনরূপ, সকল যাত্রী অসহনীয় যানজট আর যাত্রীর উত্তেজনায় বিরক্ত হয়ে যাত্রীকেই অনুরোধ করেছেন চুপ হওয়ার জন্য কে কার কথা শুনে যেই কন্ট্রাক্টর সামনে গেলো সাথে মারলো গালে থাপ্পর কন্ট্রাক্টর ও উত্তেজিত হয়ে যাত্রীকে দিলো কিল-ঘুষি এ তুমূল ঝগড়া, গাড়ি এর মধ্যে সাইনবোর্ড চলে আসে জ্যাম কেন সেই প্রশ্ন খুজতে সবাই ভাবছে হয়তোবা কোন দূর্ঘটনা ঘটছে আসলে না পুলিশ  গণপরিবহনে স্বাস্থ্য বিধি যাত্রী এবং বাস মানছে কিনা চেক পোস্ট বসিয়ে চেক করছেন। পুলিশ দেখে যাত্রী পরিবহন শ্রমিকের ঝগড়া ঠান্ডা হয়ে যায়। পুরো রাস্তাজুড়ে কোন পরিবহনে  গেইট খোলা নেই কিন্তু সচরাচর লক্কর ঝক্কর সার্ভিস গুলো গেইটলক চলছে। এত জনগোষ্ঠীর বসবাস রাজধানীতে হঠাৎ এই সিদ্ধান্ত না জানায় পথে পথেই প্রতিটি রুটে ভোগান্তিতে পড়েছে। আর লক্কর ঝক্কর সার্ভিস গুলো আজ গেইটলক উন্নত সার্ভিসের সুবিধা নিয়েছে। যাত্রীদের ভোগান্তির অন্ত নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা