৫ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় করোনা ভাইরাসে আজ ১ জন সহ মোট আক্রান্ত ৮৯ জন এর কোন মৃত্যু ঘটেনি। আজ আক্রান্ত ব্যক্তির নাম স্বপন আহমেদ( ৩৯), তার গ্রাম উপজেলার জলারপাড় নোয়াগাও। বর্তমানে হোম আইশোলেশনে চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান মোট নমুনা সংগ্রহ করা হয় ৫৬৪ জন, রিপোর্ট পাওয়া যায় ৫৬১ জনের এখনো ৩ জনের রিপোর্ট আসেনি। এ দিকে করোনার প্রথম ঢেউয়ে উপজেলার লুটের চর গ্রামে একজনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় কিন্তু সেটি মেঘনার হিসেবে যুক্ত নয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।