৫ মার্চ ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : আজ সোমবার প্রখ্যাত লেখক, কলামিস্ট, সিনিয়র আইনজীবী এড.জয়নুল আবেদীন ফেসবুক ওয়ালে সকালে স্ত্রীর মৃত্যুর সংবাদটি দিয়েছেন তিনি লিখেছেন “আমার পৃথিবীর আলো নিভে গেলো, আমার ৪ সন্তানের জন্য সবাই দোয়া করবেন এর মধ্যে ৩ জনই দেশের বাইরে । এর আগে গতকাল লিখেছিলেন মানুষের দোয়ার চেয়ে বড় দাওয়া আর কিছু নেই আমার স্ত্রী সালমা হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে আছেন! তখনই শুভাকাঙী সহ সকলেই জানলেন এই গুনীজনের স্ত্রী নাজমা আবেদীন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থতার জন্য দোয়া চেয়ে নেট দুনিয়ায় ভাইরাল করেছেন শুভাকাঙ্ক্ষীরা। নিয়তির বিধান স্রষ্টা তার সৃষ্টিকে নিয়ে গেছেন। জয়নুল আবেদীনের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর। এই খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে বিশিষ্ট জনেরা এই গুনীজনের সহযোদ্ধার মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ ভাইরাল হয় ঠিক তখনই একজন স্বামী তার স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে এক আবেগঘন স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ” কে বলে তুমি পাশে নাই,” অনন্তকালের জন্য পাশে নিয়েছ যে ঠাই”!
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।