৬ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
সিলেটে চলমান বিধিনিষেধ বা লকডাউন মানতে নারাজ ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন- এই লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। সব কিছু স্বাভাবিক থাকলেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত হচ্ছে না।
এদিকে- দুপুরে লকডাউনে মার্কেট ও দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ করেছেন সিলেটের ব্যবসায়ীরা। নগরীর জিন্দাবাজার এলাকার কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ মার্কেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিক্ষোভ মিছিল সহকারে নগরীর কোর্টপয়েন্টের হাসান মার্কেট এলাকায়।
সেখানে মার্কেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা। ব্যবসায়ীরা জানিয়েছেন- সরকারের বিধিনিষেধ নিয়ম মেনেই তারা মার্কেট খুলতে চান। এ কারনে তারা নিয়মতান্ত্রিকভাবে মানববন্ধন করছেন। তারা জানান- এই কর্মসূচির আগে লকডাউনে মার্কেট আওতামুক্ত রাখতে সিলেটের জেলা প্রশাসক ও চেম্বারকে চিঠি দিয়েছিলেন।
কিন্তু কেউ তাদের আবেদনে সাড়া দেয়নি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।