August 24, 2025, 3:41 pm
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

মাটিরাঙ্গায় বেড়েই চলছে বাঙ্গালীর উপর পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার

১৪ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,সোহাগ মজুমদার, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ইউপিডিএফ এর চাঁদাবাজি আর অত্যাচারে অতিষ্ঠ মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং-তবলছড়ি এলাকার গরীব দুঃখী সাধারণ কৃষক। (১০ই এপ্রিল)সকাল ০৯ ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের বাসীন্দা মোঃ রমজান আলী (৩০) চৌধুরীর জমিতে চাষাবাদ করে পরিবারের ০৪সদস্যদের নিয়ে কোন রকম জীবিকা নির্দারনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে শাক-সবজী জমির পরিচর্চা ও বিক্রয়ের জন্য কিছু শাক-সবজি কেটে আনতে যায়, কাজ করা অবস্থায় উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা চারপাশ ঘেরাও করে তাকে তাদের অস্ত্র এবং লাঠি দিয়ে মারধর করে,ছিনিয়ে নেয়া হয়েছে কৃষি কাজে ব্যবহৃত দা,কোদালসহ সঙ্গে থাকা মোবাইল ফোনটিও।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ৫/৭তারিখ মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর-লাইফু কুমার কার্বারী পাড়াস্থ ফামঅয়েল বাগান নামক এলাকায় ৫০/৬০ রাউন্ড গুলিবর্সণ সহ মারদরের আলামত রয়েছে। এর আগেও কৃষকদের উপর একাধিক হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ইউপিডিএফ, এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ উপজাতীয় এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচার, নির্যাতনে অতিষ্ট হয়ে পড়েছেন বলে জানান স্থানীয়রা। তারা পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ নামক উপজাতীয় এই সন্ত্রাসী গোষ্ঠীর দুষ্কর্মের প্রধান অন্তরায় হচ্ছে স্থানীয় কিছু বাঙ্গালী সোর্স। এ অবস্থায় তাইন্দং-তবলছড়ি অঞ্চলের শান্তি-সম্প্রীতি রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। তাদের নজরদারীর বাহিরেও উপজাতীয় সন্ত্রাসীদের অপকর্মের শিকার রমজান আলী’র মতো হাজারও নিরীহ পাহাড়ি-বাঙ্গালী।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা