১৪ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় করোনা ভাইরাস সংক্রান্ত প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন ও রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধগতি গুনগত মান নিয়ে যেন ভোক্তাদের সাথে প্রতারণা করতে না পারে সেই লক্ষ্যে প্রশাসন মনিটরিং জোরদার করেছেন। আজ উপজেলার মুক্তিনগর বাজার সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়। র সময় উপস্থিত ছিলেন মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ সহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ। জানা যায় এক দোকানীকে অর্থদণ্ড করা হয়। নির্বাহী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে বলেন যেহেতু সরকার কঠোন লকডাউন দিয়েছেন এবং স্বাস্থ্য বিধি আরোপ করেছে আসলে তা প্রকৃত অর্থে কার্যকর হচ্ছে কিনা তা দেখার জন্য যেখানে যেখানে অসংগতি আছে সেখানে অভিযান পরিচালনা করে সতর্ক করা তবে জনগণ এখন মাস্ক পরছেন, সামাজিক দূরত্ব ও মানছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।