January 27, 2025, 7:13 pm
সর্বশেষ:

সর্বাত্মক লকডাউন :তোপের মুখে যাত্রীর মাস্ক কেনার অজুহাত (ভিডিও সহ)

১৪ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কুমিল্লা মেঘনা উপজেলা প্রশাসন বিভিন্ন হাটবাজার, বাস স্টেশন, সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়।

অটোরিকশায় চড়া যাত্রীদের বি আর টিসি মোড়ে কেন বের হয়েন ইউএনও জানতে চাইলে যাত্রী তোপের মুখে কোন অজুহাত না পেয়ে বললেন স্যার মাস্ক কেনার জন্য বের হই এ কথা শুনে নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন আরে এই সময় মাস্ক ক্রয় এটা কোন কথা হলো!


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা