২১,এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়ন এর ছোট রায়পাড়াতে অবস্থিত ডিজিটাল পেপার মিলস কোম্পানী চুরির ঘটনা ঘটেছে।
কোম্পানী সিকিউরিটি অফিসার ও মামলার বাদী মোঃরিপন মিয়া জানান গত বৃহস্পতি রাত আনুমানিক ২ঘটিকায় এই চুরির ঘটনা ঘটে।এতে কোম্পানীর দামি মেশিনারিস সামগ্রী চুরি হয়।তাই অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন।এর প্রেক্ষিতে গতকাল ছোট রায় পাড়া গ্রামে গজারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃসবুজ মিয়া(৩২)পিতা-কামাল হাজী,রনি মিয়া(২২)পিতা-ফজলুল হক,সাজ্জাদ (২২) পিতা- জামান হোসেনকে গ্রেফতার করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই কামরুল ইসলাম জানান,আদালত এদের একদিনের রিমান্ড মুঞ্জর করেছে।আশা করি চুরি হ ওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।