August 3, 2025, 8:38 am
সর্বশেষ:
অধিকারের জমি নয়, দুর্বৃত্তের লুটের শিকার গ্রামবাংলা সাধারণত্বেই অসাধারণ: তারেক রহমানের নেতৃত্বের পাঠ ইসিকে ধন্যবাদ জানিয়ে মেঘনায় বিএনপির সভা মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গোদাগাড়ী পৌর মেয়রের মৃত্যুতে এলাকাবাসীর শোক

২১ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু (৫৬) আর নেই। ব্রেইন স্ট্রোক করে ভারতের বেঙ্গালুরুতে নারায়ণা হেলথে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টায় তিনি মৃত্যু বরণ করেন। মেয়রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২১ এপ্রিল বুধবার মেয়রের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য মেয়র বাবুকে ভারতে নেওয়া হয়েছিল।
মেয়রের ভাই ওলিউল্লাহ হবি জানান, হার্টের সার্জারির জন্য তিনি ভারতে যান। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায় তার কিডনি নষ্ট। এ কথা শুনে তার ভাইয়ের ব্রেইন স্ট্রোক হয়। এরপর তিন দিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার ভোরে মারা গেছেন তিনি।

তার মরদেহ বেঙ্গালুরু থেকে বিমানে প্রথমে কলকাতায় আনা হবে। এরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহ দেশে আনা হবে।
মৃত্যুকালে মেয়র স্ত্রী, মা, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার বাসিন্দা মেয়র বাবু রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
তিনি গোদাগাড়ী পৌরসভায় টানা দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাবু ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে বড় ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। এর আগের বার তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েই মেয়র হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা