August 3, 2025, 8:38 am
সর্বশেষ:
অধিকারের জমি নয়, দুর্বৃত্তের লুটের শিকার গ্রামবাংলা সাধারণত্বেই অসাধারণ: তারেক রহমানের নেতৃত্বের পাঠ ইসিকে ধন্যবাদ জানিয়ে মেঘনায় বিএনপির সভা মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গজারিয়ায় শিশু বলাৎকারে মায়ের অভিযোগ তদন্তে পুলিশ

২৭ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃগজারিয়ায় শিশুকে বলাৎকার ঘটনায় মায়ের অভিযোগ, তদন্তে পুলিশ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরাচক বাউশিয়াুর পূর্ব নয়া কান্দীতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন করে বল কারের শিকার ওই শিশুর মানসিক অভিযোগ জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন।
ওই শিশুর মা আমাদেরকে জানান, গত রোববার দুপুরে প্রতিবেশী ওই ব্যক্তি শিশুটিকে আম দেয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। সেখানে তাকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে বলাৎকার ও নির্যতন করা হয়, শিশুটি রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরে তার মাকে বিস্তারিত জানায়। শিশুটির মা তাকে নিকটবর্তী ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি আরও জানান, ডাক্তার বলাৎকারের বিষয়টি নিশ্চিত করলে পুলিশের কাছে অভিযোগ করতে চান ভুক্তভোগী পরিবার। তবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে তাদের বিভিন্নভাবে হুমকি দেন। পরে মঙ্গলবার সকালে ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করা হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহি আলম জানান, প্রাথমিকভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আলামত পেয়েছেন তারা।
ওসি রইছ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা