২৭ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :সার্বভৌমত্ব রক্ষা পরিষদ “সরপ” দেশের মানুষের জন্য কথা বলবে। দেশের পক্ষে কাজ করবে। সার্বভৌমত্ব রক্ষা পরিষদ “সরপ” কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো: জাকির হোসেন। গত বৃহস্পতিবার
(০৮, এপ্রিল) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু সায়েম মিয়া স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়।
এ সময় আবু সায়েম মিয়া বলেন, সরপ আমার কোন ব্যক্তিগত দল নয়। সবার দ্বারা সার্বভৌমত্ব রক্ষা করা হবে না। এই সংগঠনে যে কাউকে রাখা যাবে না। কোন মুখোশদারী দালালের জায়গা সংগঠনে হবে না। এখানে যারা আসবে সবাই দেশের স্বার্থে কাজ করবে। নিজের শ্রম ও মেধা দিয়ে দালাল, ঘুষখোরদের হাত থেকে দেশকে ছিনিয়ে আনতে হবে। তিনি জাকির হোসেনকে ধন্যবাদ জানান, যে তিনি দেশের জন্য কাজ করতে নিজ ইচ্ছায় সরপে যোগদান করার জন্য।
জাকির হোসেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে এই রকম একটি সংগঠনের সদস্য হতে পেরে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।