২৮ ফেব্রুয়ারী ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : রেমিট্যান্স যোদ্ধা মানে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার ধারক বাহক, স্বজনদের চোখের আড়ালে থেকে নিজেকে উৎসর্গ করা, শড়ির, মন, সব ত্যাগ করেন স্বজন ও জাতির কল্যাণে। কেউ ফিরে আসে মাতৃভূমিতে আবার অনেকেই নিয়তির ডাকে সাড়া দিয়ে গত হয়ে যায়। কারো কারো নিথর মৃত দেহটও আর আসেনা জন্মভূমিতে। অসুখ বিসুখ সহ শত কষ্ট বুকে চাপা দিয়ে জীবনের শত ঝুঁকিকে স্বাচ্ছন্দ্যে ভেবেই জীবন চলা। তাদের স্বপ্ন, চিন্তা, চেতনায় নিজের মাতৃভুমির ভালো থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে অনেক পরিচিত অপরিচিত বন্ধু আছে আমাদের, সেই সুবাদে তাদের চিন্তা, চেতনা,কর্ম, দুঃখ বেদনার বহিঃপ্রকাশ ঘটে।কত ভালো বাসে এই মাতৃভূমিকে রেমিট্যান্স যোদ্ধারা তা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের বিশ্লেষণ করলেই বুঝা যায়। যে কোন দূর্যোগ মোকাবিলায় স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন এমন অনেক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন রয়েছে। এর মধ্যে মেঘনা কুয়েত প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ একটি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।