২ মে,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া প্রকাশিত জেলার প্রথম সারির সংবাদপত্র “দৈনিক মুন্সীগঞ্জ কাগজের” নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক আজিজুল হক পার্থ । ০২মে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আরফিন স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে আজিজুল হক পার্থ স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ দেয়া হয়। ০২মে রবিবার দুপুরে অফিসে স্টাফ রিপোর্টার আজিজুল হকের হাতে নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন দৈনিক মুন্সিগঞ্জের কাগজের’ পত্রিকার সম্পাদক আরোফিন সিদ্দিক । এ সময় সাথে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম (চেয়ারম্যান,গজারিয়া উপজেলা পরিষদ,সাঃসম্পাদক গজারিয়া উপজেলা আওয়ামী লীগ)।
অনুভূতি ব্যক্ত করে ফেবু আইডিতে আজিজুল হক পার্থ লিখেন, আলহামদুলিল্লাহ।
নিউজ না করেই কার্ড পেয়ে সাংবাদিক হওয়া নিশ্চয় অনেক যোগ্যতার।কিন্তু আনুমানিক দু’শতাধিক নিউজ করার পর কার্ড পাওয়া অনেক আনন্দের।আরো আনন্দের বিষয় সেই কার্ড গ্রহণ করার সুযোগ যখন হয় শ্রদ্ধেয় নেতার কাছ থেকে,যার একান্ত অনুপ্রেরণায় ক্রমশ সংবাদ কর্মী হয়ে উঠছি,,,,জননেতা আমিরুল ইসলাম (চেয়ারম্যান,গজারিয়া উপজেলা পরিষদ,সাঃসম্পাদক গজারিয়া উপজেলা আওয়ামী লীগ)।সেই সাথে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি দৈনিক মুন্সীগঞ্জ কাগজের সম্পাদক ও গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরেফিন ভাই প্রতি।
ব্যক্তির পছন্দ-অপছন্দ থাকতে পারে কিন্তু সংবাদদের বিষয়ে সব সময়ই নিরপেক্ষতা বজায় থাকবে ইনশাআল্লাহ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।