• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে বিএনপির সভায় প্রধান অতিথি তারেক রহমান কুমিল্লা -১ (দাউদকান্দি -মেঘনা) – কুমিল্লা -২ (হোমনা -তিতাস) সংসদীয় আসন বহাল দাউদকান্দিতে মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন: বিএনপির কৌশলগত সিদ্ধান্ত কী ইঙ্গিত দিচ্ছে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ মনোনয়ন বানিজ্যের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও এমপি’র বিরুদ্ধে মামলা মেঘনায় মাদকবিরোধী শ্লোগানের আড়ালে সক্রিয় নেটওয়ার্ক শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিবিরের

হোমনায় উচ্চ ফলনশীল বিনাতিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

 

সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর ব্লকের উচ্চ ফলনশীল জাতের কালো বিনাতিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে উপজেলার দড়িচর মোড়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে বিনা উদ্ভাবিত কালো বর্নের উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন বিনাতিল-২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবসে স্থানীয়ভাবে এলাকার শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনা উপকেন্দ্র, কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিনার পরিচালক (গবেষণা), কৃষিবিদ ড. মো. আব্দুল মালেক, কুমিল্লা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.মিজানুর রহমান, বিনা উপকেন্দ্র, কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. জুয়েল সরকার ও অর্পিতা সেন এবং হোমনা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, কৃষক মো. লাল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিনাতিল-২ অল্প খরচ ও কম পরিশ্রমে অধিক ফসল উৎপাদন করা যায়। কালো তিল বিনাতিল-২ জাতের গাছে অনেক শাখা ও লম্বা বিধায় এতে ফলন বৃদ্ধি পায়, বিঘা প্রতি ৪ থেকে ৫ মণ ফলন হয়। পাশাপাশি কৃষি জমিতে পানি আটকে গেলেও তা ২-৩ দিন পর্যন্ত টিকে থাকে যা অন্য তিল চাষে সম্ভব নয়। এর চাষে চাষী ভাইদের ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে বাকি অংশ বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হওয়া সম্ভব বলে জানান বক্তারা।

জাতীয় বঙ্গবন্ধু কৃষি পুরুস্কার প্রাপ্ত কৃষক লাল মিয়া তার জমিতে চাষ করা বিনাতিল-২ সরেজমিনে দেখিয়ে বলেন, বিনাতিল-২ চাষে আমি অভাবনীয় সফলতা দেখছি। অল্প খরচ ও সহজে চাষযোগ্য এই তিল অধিক ফলন দেয়, পাশাপাশি বিক্রি করতে গেলেও দুইগুণ বেশী মূল্য পাওয়া যায়। উদাহরন দিতে গিয়ে তিনি জানান অন্য তিল যেখানে মণ প্রতি ২৪০০ শত টাকা, বিনাতিল-২ এর দাম ৪২০০ শত টাকা প্রতি মণ। তিনি তাঁর জমিতে উৎপাদিত বিনাতিল-২ এর বীজ অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন বলে জানান। তিনি আরো বলেন এই তিলে তেলের পরিমানও অনেক ৪০% যা অন্য যেকোনো তিলের চেয়ে বেশি। সামনের বছর হোমনায় বৃহৎ পরিসরে বিনাতিল-২ চাষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন