৫ জুন ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : ছাত্রীদের উচ্চ শিক্ষা ছাড়া জাতির জনকের সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয় বললেন মেঘনা উপজেলা প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম। তিনি আজ উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন গার্লস কলেজের স্থান পরিদর্শন কালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা বোর্ডের এডমিনিস্ট্রেটর আবদুল খালেক, কুমিল্লা জেলা শিক্ষা বোর্ডের কলেজ ইনস্পেকটর জহিরুল ইসলাম। শফিকুল আলম বলেন এই উপজেলায় একটি গার্লস কলেজের অতি জরুরি, ছাত্রীদের উপযুক্ত পরিবেশ তৈরি না করলে উচ্চ শিক্ষায় যতেষ্ট অন্তরায় তাই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর এই পদক্ষেপ কে বাস্তবে রুপ দিতে প্রান্তিক জনগোষ্ঠীর ছাত্রীদের ও উচ্চ শিক্ষা ব্যবস্থা করে দেওয়া নেতৃবৃন্দের যতেষ্ট দায় আছে। এই উপজেলা প্রতিষ্ঠা করেছি এই এলাকার জনগোষ্ঠীর উন্নয়ন ও আধুনিক সুবিধা হাতের নাগালে পাওয়ার জন্য, আমি স্বপ্ন দেখি তা বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এটাই আমার অঙ্গিকার, সকলের সহযোগিতায় এ প্রচেষ্টা আমার জীবদ্দশায় চলমান থাকবে ইনশাআল্লাহ। ভালো কাজে বাধা আসবে সকল বাধা উপেক্ষা করেই দলমত নির্বিশেষে একটি বাসযোগ্য বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে আমাদের মেঘনার পরিচিতি হবে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।