November 25, 2024, 11:39 pm

মেজর জেনারেল শামীম উজ জামানকে লিবিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ

১০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মেজর জেনারেল এস এম শামীম উজ জামানকে লিবিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১০ জনু) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি তার কর্মকালে সেনাবাহিনীর কমান্ড পর্যায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এস এম শামীম উজ জামান ডিফেন্স স্টাডিজ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে মিলিটারি সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত শামীম উজ জামান দুই সন্তানের পিতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা