November 24, 2024, 7:39 am

বিহার পুলিশের ডিএসপি হয়ে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

১১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইতিহাস গড়লেন বিহারের ২৭ বছর বয়সী মুসলিম তরুণী রাজিয়া সুলতানা। তিনিই প্রথম মুসলিম কোনো তরুণী যে কিনা ৬৪তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পাস করে বিহার পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। ৪০ জন প্রার্থীর মধ্যে রাজিয়া সুলতানা বিহার পুলিশে ডিএসপি পদে নির্বাচিত হয়েছেন।

সাত ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট রাজিয়া আগে থেকেই স্বপ্ন দেখতেন পুলিশ হওয়ার। বরাবর পড়াশোনায়ও ভালো ছিলেন। প্রথমে তিনি বিপিএসই পরীক্ষা দিয়ে বিহার সরকারের ইলেকট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। কিন্তু পুলিশে যোগ দেওয়ার পরই যেন রাজিয়া সুলতানার স্বপ্ন পূরণ হলো।

রাজিয়া সুলতান বিহারের গোপালগঞ্জ জেলার হাতুয়ার বাসিন্দা। বর্তমানে তিনি বিহারের বিদ্যুৎ বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। গোপালগঞ্জের বাসিন্দা হলেও ঝাড়খণ্ডের বোকারো থেকে স্কুলের পড়াশোনা করেছেন। তার বাবা মোহাম্মদ আসলাম আনসারী বোকারো স্টিল প্ল্যানেটে স্টেনোগ্রাফার হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৬তে বাবা মারা যাওয়ার পর তার মা এখন বোকারোতেই থাকেন।

এক সাক্ষাৎকারে রাজিয়া বলেন, শৈশব থেকেই তিনি পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় অংশ নিতে চেয়েছিলেন। ডিএসপির জন্য নির্বাচিত হয়ে তার স্বপ্ন বাস্তব হয়েছে। ২০১৭ সালে বিহার সরকারের ইলেকট্রিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন।

রাজিয়া আরো বলেন, পুলিশ অফিসারের দায়িত্ব পালন করতে আমি খুব উদগ্রীব। অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না, বিশেষত মহিলারা। এমনকি লজ্জার কারণে তাদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা বলতে লজ্জা পায় না। সেদিকে আমার বেশি নজর থাকবে। যাতে তারা সুবিচার পায়।

হিজাব বোরখা প্রসঙ্গে রাজিয়া বলেন, আমি সমর্থন করি তবে হিজাব বা বোরখার কারণে পড়াশোনা বন্ধ হতে পারে না। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে হিজাব পড়তেই হবে। ভালো কাজ করতে চাইলে আল্লাহ আমাদের সব ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠার শক্তি দান করবেন।

সম্প্রতি রাজিয়া করোনাকে জয় করেছে। তিনি সবাইকে গুজবে কান দিতে মানা করেন এবং টিকা নিতে আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা