October 15, 2025, 4:57 pm
সর্বশেষ:
মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

মহাকাশে অচল নাসার ৩০ বছরের হাবল টেলিস্কোপ

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গত ৩০ বছর ধরে একটানা ব্রহ্মাণ্ডের বিভিন্ন দিকে নজর রেখে চলা আর বহু যুগান্তকারী আবিষ্কারের হাতিয়ার নাসার হাবল স্পেস টেলিস্কোপ (এইচএসটি) গত কয়েক সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে পড়ছে। শুক্রবার (১৮ জুন) নাসার তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, এই মহাকাশে থাকা এই টেলিস্কোপের পেলোড কম্পিউটারটি রোববার (১৩ জুন) থেকে আর কাজ করছে না। ১৯৯০ সালে মহাকাশে পাঠানো হয়েছিল এই টেলিস্কোপকে।

নাসা অবশ্য জানিয়েছে, মূল হাবল টেলিস্কোপটির কোনও গলদ ধরা পড়েনি। বিজ্ঞান গবেষণার অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রও সচলই রয়েছে। সোমবারই (১৪ জুন) পেলোড কম্পিউটারটিকে সারানোর চেষ্টা করা হয়েছিল গ্রাউন্ড স্টেশন থেকে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

নাসার বিবৃতিতে বলা হয়েছে, এই পেলোড কম্পিউটার হাবল টেলিস্কোপের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কারণ, এই কম্পিউটারই টেলিস্কোপে থাকা বিজ্ঞান গবেষণার সবক’টি যন্ত্রকে নিয়ন্ত্রণ করে। কোন যন্ত্র কখন কীভাবে পরিচালিত হবে, তার নির্দেশ পাঠায় এই কম্পিউটারই। তাছাড়া এটি টেলিস্কোপের স্বাস্থ্যের উপরেও নিয়মিত নজর রাখে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা