২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর শ্যামলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার (২০ জুন) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আটক জেএমবি সদস্যের নাম মো. জামাল উদ্দিন (৩৪)। তার বাড়ি কুমিল্লা জেলায়।
সোমবার (২১ জুন) র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার (২০ জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশু মেলা এলাকা থেকে জামালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইসলামী বই ও লিফলেট জব্দ করে র্যাব।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেছেন, তিনি জেএমবির একজন সক্রিয় সদস্য। নতুন সদস্য সংগ্রহ করার জন্য দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই ও লিফলেট দিয়ে প্রচারণা চালাতেন তিনি। এছাড়া নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করতেন তিনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।