০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ার নামক এলাকায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৪জন।এ ঘটনায় আহত হয় আরো ৬.
শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিন জন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও ছয় জন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো তাদের পরিচয় পাওয়া যায় নি। আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের লোকজন আসলে মৃতদেহ গুলো হস্তান্তর করা হবে।।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।