July 10, 2025, 9:41 am
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

ভারতে সংক্রমণ ৪৫ হাজারের বেশি, মৃত্যু ৮১৭

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। কয়েকদিন সংক্রমণ ও মৃত্যু কম থাকায় কিছুটা স্বস্তি মিললেও আবারও পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ছিল ৪৫ হাজারের বেশি। অপরদিকে মৃত্যু হয়েছে ৮শ’র বেশি। দৈনিক সংক্রমণ ৫ শতাংশ বেড়েছে। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৯২। একই সময়ে মারা গেছে ৮১৭ জন। সংক্রমণ ও মৃত্যু দুই-ই আগের দিনের তুলনায় বেশি। একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৩৩। একই সময়ে মারা গেছে ৯৩০ জন। তার আগের দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৪ হাজার ৭০৩। একই সময়ে দেশটিতে মারা গেছে ৫৫৩ জন।

ভারতে ইতোমধ্যেই করোনা সংক্রমণে মারা গেছে ৪ লাখ ৫ হাজার ২৮ জন। অপরদিকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ৭ লাখের বেশি মানুষ। মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে দৈনিক সংক্রমণ বাড়ছেই।

গত ২৪ ঘণ্টায় কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬০০ জন। মহারাষ্ট্রে ৯ হাজার ৫৫৮ জন নতুন আক্রান্তের ফলে ওই রাজ্যে মোট সংক্রমণ ৬১ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। অপরদিকে তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৬৭ এবং কর্নাটকে ২ হাজার ৭৪৩ জন।

দেশে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে ৪ লাখ ৬০ হাজার ৭০৪। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সুস্থতা। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ২৯১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৩৩ লাখ ৮১ হাজার ৬৭১ জন, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এখন পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৩৬ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার ৫৪৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ইতোমধ্যেই ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৯৮ লাখের বেশি মানুষ। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ১৮ শতাংশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা