July 29, 2025, 5:19 am
সর্বশেষ:
সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার

ঠাকুরগাঁওয়ে জমি বিরোধের জেরে বাবা-মাকে পেটালেন ছেলে

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৯ জুলাই) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে দেহানাগড় ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই পরিবারে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার পরিবারের বড় ছেলে কফিল উদ্দিন জোর করে জমি দখল করতে চাইলে বাবা আজিম উদ্দীন (৯০) ও মা কুলসুল বেগম (৭০) বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কফিল উদ্দিন, তার স্ত্রী মালেকা বেগম, তাদের ছেলে মানিক ও মুক্তার তাদের দুইজনকে মারধর করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ওই দম্পতির ছোট ছেলে রফিকুল ইসলাম বলেন, বাবা-মাকে এভাবে মারবে এটা কখনো চিন্তাও করি নাই। আমার বড় ভাই, ভাবি ও তাদের ছেলেরা বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে মাঠে ফেলে রেখে দেন। আমি তাদের চিৎকার শুনে মা-বাবকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করি।

তবে অভিযোগের কথা অস্বীকার করে কফিল উদ্দিন বলেন, সকালের দিকে জমিতে আমি রোপা লাগাতে যাই। এ সময় আমার বাবা-মা হঠাৎ করেই জমিতে এসে গড়াগড়ি শুরু করে। পেছন দিক দিয়ে আমার ছোট ভাই রফিক ও তার বউ আমাদের ওপর চড়াও হন।

তিনি বলেন, তারা আমাকে অনেক মারধর করেছে। আমার ছেলেকেও মেরেছে। আমরা নিজেরাই চিকিৎসাধীন রয়েছি।

স্থানীয় হাজীপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, জমি নিয়ে ওই পরিবারে সমস্যা রয়েছে। আমি তাদের বলেছিলাম পারিবারিক ভাবে বসে এটার একটা সমাধান করে দেয়ার। কিন্তু করোনার কারণে আর বসা হয়নি।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি হয়েছে। দুই পক্ষের লোকজনেই হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা