November 23, 2024, 12:53 pm

ডেমরায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং

২৩ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরা থানার মোড়ে মোড়ে কিশোর গ্যাংয়ের পদচারণায় আতংকিত এলাকাবাসী। ১২ থেকে ১৪ বছরের শিশু – কিশোর ২০ – ৩০ জন মিলে সংঘবদ্ধ হয়ে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় দলবেঁধে উগ্রতা আর অশ্লীল ভাষা ব্যবহার করে বাসিন্দাদের মধ্যে আতংক ছড়ায়। টিক টক সেলিব্রেটিদের ন্যায় চুলে বাহারি রঙ লাগিয়ে অসামঞ্জস্য পোশাক পড়ে সুর গল  করে সারাদিন ও সন্ধ্যার পর বেড়ে যায় তাদের পদচারণা। অনুসন্ধানে উঠে এসেছে প্রতিটি কিশোর নিম্ন আয়ের ভাড়াটিয়ার সন্তান। তাদের পিছনে প্রতিটি এলাকায় সেল্টার জোগায় প্রভাবশালী দাদা ভাই। ভদ্র পরিবার গুলো সন্তান নিয়ে রয়েছে দূঃচিন্তায়। অনেক ভালো বাড়াটিয়া বাসা ছেড়ে চলে যাচ্ছেন এই এলাকা থেকে। স্থানীয় বাড়িওয়ালারা অনেক বিব্রত, ভয়ে মুখ খুলতে চায়না কেউ। আমতলা – ওরিয়েন্টাল স্কুল রোডে এমনই কিছু কিশোর সংঘবদ্ধ চক্র  দেখা মিলে রাস্তায় তাদের ইচ্ছে মত খোলামেলা ধুমপান থেকে শুরু করে করছে মাদক সেবন। রাত বারোটা পর্যন্ত রাস্তায় থাকে কখনো কখনো ছিন্তাই থেকে শুরু করে জড়িয়ে পরছে বিভিন্ন অপরাধ প্রবণতায়। ককয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে চাইলে অনেকে ভয়ে এড়িয়ে যান। দুই জন বাসিন্দা নাম প্রকাশ না করার সর্তে জানালেন তাদের অবস্থা। বাসিন্দারা বলেন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে বাড়ি বিক্রি করে চলে যাই। পরিবেশের কারনে বিল্ডিংয়ের অনেক ফ্লাট খালি পরে থাকে ভালো ভাড়াটিয়া আসতে চায়না আসলেও থাকতে চায়না। কেউ কিছু বলার সাহস এই পিচ্ছিদের নেই কারন তাদেরকে প্রভাবশালী কেউ কেউ পালন করে নিজের অবৈধ স্বার্থে কাযে লাগায়। ডগাইর, সারুলিয়া, ফার্মের মোড়, বড়ভাংগা, পাইটি, বামৈল সহ ডেমরার প্রতিটি মোড়ে মোড়ে একই অবস্থা। এই লকডাউন ও করোনাকালীন স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্র তাদের সাথে যোগ দিচ্ছে,বড় হচ্ছে এই গ্যাং গ্রুপ।  এলাকাবাসীর দাবি তাদের প্রশাসন তাদের নিয়ন্ত্রণ না করলে দিনে দিনে এই কিশোর দের ভবিষ্যৎ অন্ধকার ও অপরাধ প্রবণতা বেড়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে অকল্পনীয় নাগরিকদের বাস করা কঠিন হয়ে পরবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা