October 31, 2024, 3:33 am

টাঙ্গাইলে করোনা টিকার নিবন্ধনে প্রতারণার অপরাধে ১ প্রতারক গ্রেফতার

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল:

টাঙ্গাইলে করোনা টিকার নিবন্ধনে প্রতারণার অপরাধে প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার নগরজলফৈ অভিযান চালিয়ে সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব একটি দল টাঙ্গাইল সদর উপজেলার নগরজলফৈ অভিযান চালায়। এ সময় আরাফ মডেল মেডিসিন সপের আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সামাদ মিয়ার ছেলে সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।
সে চলমান মহামারী কোভিড-১৯ করোনা টিকা নেয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন করে দেয়ার কথা বলে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ১৫শ’ থেকে ২ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে।

আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধি এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা