৭ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাতেও সরকার ঘোষিত করোনার গণ টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।
‘টিকা নিন সুস্থ থাকুন, করোনা মুক্ত বাংলাদেশ গড়ুন’ শীর্ষক শ্লোগানে উক্ত টিকাদান কর্মসূচিকে সফল করতে গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন করেছে।
সকাল ১০ ঘটিকা হতে শুরুকরে দিনব্যাপী গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্পেইন করা হয়। এসময় সর্বস্তরের জনগণকে টিকা নিতে আগ্রহী করতে বিভিন্ন প্রচার প্রচারণা করা হয়। এছাড়াও মাস্ক, স্যানিটাইজার ও পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেরুন্নেসা উত্তরা, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোঃ মোজাম্মেল হক, সহ সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজী,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ,
সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রধান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার, ভবেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস ওয়াহিদ টিটু, সাধারণ সম্পাদক আবু সাইদ বাদল, বাউশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বোরহান মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পেইন শেষে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গণমাধ্যম কে জানানো হয় দেশ ও জাতির কল্যাণে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক সদা সর্বদা প্রস্তুত। দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ থাকবে সবার পাশে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।