৭আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে কোভিড-১৯ গণ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ৭আগষ্ট শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ টিকাদান কার্যক্রম উদ্বোধন ঘোষণা দেন তিনি। টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে হুইপ আতিক সাধারণ মানুষকে ভ্যাকসিন গ্রহণে নাম রেজিস্ট্রেশন করিয়ে নির্ভয়ে ভ্যাকসিন নেয়ার আহবান জানান।এসময় শেরপুর জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ,সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক চাঁন,জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ রেজাউল হক, সদর থানার ওসি তদন্ত বন্দে আলী উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।