December 25, 2024, 9:40 am
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে টাঙ্গাইলে সেনাপ্রধান

১০ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ

 

করোনা ভাইরাসের বিস্তার রোধে পুরো দেশে বেশ কয়েক দফায় কঠোর লকডাউনের পদক্ষেপে গিয়েছে সরকার।

কিন্তু বর্তমান পরিস্থিতির সার্বিক দিক বিবেচনায় করোনাভাইরাসের সংক্রমণ তুলনামূলক কমে আসায় বিধিনিষেধ শিথিল করেছে সরকার এমনটা মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সারা বাংলাদেশে করোনার সংক্রমণ এখন অধিকাংশেই নিম্নমুখী।তাই সরকার আপাতত লকডাউন শিথিল করার পদক্ষেপ নিয়েছে।কিন্ত আবারও যদি করোনা পরিস্থিতি খারাপের দিকে যায়। সরকার যদি আবারও কঠোর লকডাউন দেয়, তাহলে
সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন,যদি সমন্বয় না থাকতো তাহলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। সবাই এক সঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকেন তাহলে পরিস্থিতি দিন দিন উন্নতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্টের জেওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টের জেওসি বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা