১৯ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মুন্সীগঞ্জের গজারিয়ায় সার্জিকাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও একটি ‘ফ্লু কর্নার’ উপহার দিয়েছেন সমাজ সেবক ও আওয়ামীগ নেতা হাজী মো.আক্তার হোসেন।
বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও ভ্যাক্সিনেশন কর্মীদের জন্য সার্জিকাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি, কাশি, জ্বর ও সন্দেহজনক করোনা ভাইরাস নিয়ে আগত রোগীদের প্রাথমিক সেবা দেয়ার জন্য একটি ‘ফ্লু কর্নার’ স্থাপন করে দেয়ার জন্য লোক নিযুক্ত করেন হাজী মো.আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: সামছুল আলম প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।