৩১,আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী যুবক আল আমিন(২৫) ঢাকার শ্যামপুর এলাকা থেকে গত ২৯ আগষ্ট হারিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোজাখুজি করে পাওয়া যায়নি। এ বিষয়ে শ্যামপুর থানায় আল আমিনের ফুফু তাসলিমা বেগম বাদী হয়ে ৩০ আগষ্ট একটি সাধারণ ডায়েরি করেন যার নং ১১০৯। আল আমিন চিকিৎসার জন্য তার ফুফু তাসলিমা (৩৭)এর বাসা নং ৬৬ আফসু মাতব্বরের গলি, শ্যামপুরে আসে। ২৯ আগষ্ট বিকেল ৫ টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ছোট বেলা থেকে বুদ্ধি প্রতিবন্ধী। নিখোঁজ আল আমিনের উচ্চতা ৫-৫ইঞ্চি, গায়ের রঙ ফর্সা মাথার চুল ছোট ছোট কালো। পরনে ছিল ছাই রঙের কলার ওয়ালা গেঞ্জি হাফ হাতা সাদা চেক লুঙ্গি। যদি কোন হৃদয় বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। তাসলিমা, মোবাইল নাম্বার -০১৯০৯০১২০২২। এ ছাড়া যে কোন থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন পরিবার।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।