July 10, 2025, 6:11 pm
সর্বশেষ:
মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে

হোমনায় ৪ মাদকসেবীকে ২ মাস কারাদণ্ড

২৭ সেপ্টেম্বর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভার চৌরাস্তা মোড়ে মৃত লাক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চার ইয়াবা ও গাঁজাসেবীকে আটক করে ২ মাসের জেল ও অর্থ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিাবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসেবীদের কাছ থেকে গুড়া করা পাঁচ গ্রাম ইয়াবা, এক প্যাকেট সিগারেট, চার পুরিয়া গাঁজা ও একটি দে’শলাই বক্স উদ্ধার করেন

পরে আটককৃত মাদকসেবীদের ভ্রাম্যামাণ আদালতের মাধমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডিতরা হলেন- হোমনা চৌরাস্তা এলাকার লাক মিযার ছেলে মো. আল আমিন (২৬), উত্তর পাড়ার আশাদ মিয়ার ছেলে মো. শাহিন (২২), পৌর এলাকার হরিপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. নাছির মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মোস্তফ কামালের ছেলে মো. রেজাউল করিম (২০)। সঙ্গে ছিলেন পুলিশের উপ পরিদর্শক মো. শামিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমন দে বলেন, খবর পেয়ে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে গুড়া করা ইয়াবা, গাাঁজাসহ চার মাদকসেবীকে আটক করে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা