July 10, 2025, 6:16 pm
সর্বশেষ:
মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে

স্বতন্ত্র প্রার্থী রাজাকারের নাতি নৌকা প্রার্থীর অভিযোগ

২৭ অক্টোবর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে  স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল্লাহ শফি একজন রাজাকারের নাতি গণমাধ্যমকর্মীদের বলেন নৌকা প্রার্থী মাঈনুদ্দিন মুন্সি তপন। তিনি বলেন  আঃ ছামাদ একজন রাজাকার ছিলেন,  তার নাতি শফিউল্লাহ স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এমনকি তার বাবা আমার সময়ে মোস্তফা মেম্বার  অনিয়মের অভিযোগে জেল খেটেছেন, সেই মামলা এখনো চলছে। শুধু গুটি কয়েক লোক ঢাকা থেকে এসে তাকে সেল্টার দিয়ে প্রার্থী করিয়েছেন। তপন বলেন আমাকে জনগণের কাছ থেকে দূরে রাখার সব রকমের  অপপ্রচার চালাচ্ছেন। জনগণ আমাকে তিনবার চেয়ারম্যান বানিয়েছে এবারো ইনশাআল্লাহ নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করাবে ইনশাআল্লাহ। মাঈনুদ্দিন মুন্সি তপন বলেন এই আমলে ব্রাম্মনচর নোয়াগাও, বালুর চরে ৭ কোটি টাকার কাজ দিয়েছি যা এখনো চলমান, আমার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে ভোটারদের উদ্যেশ্য তিনি বলেন আপনারা কোন গুজবে কান দিবেননা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করবেন জয় ইনশাআল্লাহ সু নিশ্চিত। এদিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল্লাহ শফি এই প্রতিবেদককে তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট বলে আখ্যা দেন। তিনি রাজাকারের নাতি কিনা জানতে চাইলে বলেন আমার দাদা এই এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন যদি কোথাও নাম থাকে রাজাকারের সাংবাদিকদের মাধ্যমে বলবো প্রমান দিতে,আর বাবার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেই মামলা বিচারাধীন খুব শিগগিরই শেষ হবে আশাবাদী, বিচারাধীন মামলায় জেল খেটেছেন বলে যে ডাহা মিথ্যা তা জনগণের কাছে পরিস্কার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা