October 14, 2025, 7:19 am
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

এত ভালোবাসে আমাকে নির্বাচন না করলে জানতামনা

২৪ নভেম্বর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :মানুষের ভালো  বাসায় মহিলা সদস্য নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গ ওম্মে কুলসুম শান্তি। গণমাধ্যমকে বলেন মানুষ এত ভালো বাসে আমাকে তা জানতামনা।     তিনি বলেন আমার যখন বুঝার ক্ষমতা হয় তখন আমি ভাবি যে আমার তো সংসার হবে না তাই আমি সিদ্ধান্ত নেই আমার এলাকার মানুষ আমার সংসার আমি আমাকে এলাকার মানুষের খেদমতে উৎসর্গ করবো এবং এই চিন্তা নিয়েই আমি কারো কোন সমস্যা শুনলেই এগিয়ে যাই, আমি গরিব আমার টাকা পয়সা নেই, তাই আমি আমার সর্বোচ্চ শ্রম দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু আমার এলাকার মানুষের মনে যে আমি এত জায়গা দখল করে নিয়েছি তা বুঝতে পারেনি মানুষ আমাকে এত ভালবাসে আমার জানা ছিল না ইনশাআল্লাহ আমার যেহেতু সংসার নাই আমি আমার এলাকার মানুষকে ভালোবেসে আমার বাকি জীবনটা উৎসর্গ করে যাব। ওম্মে কুলসুম শান্তি (৫০) উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বকসিকান্দা গ্রামের মৃত শহিদুল্লার মেয়ে। তিনি গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে ভাওরখোলা ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন। পরিবার ও এলাকা বাসী জানায় জন্মের পর যখন শরীর স্বাভাবিক গঠনে পরিণত হয় তখন দেখা যায় শান্তি তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্ত মা-বাবা তাকে স্বাভাবিক ছেলে মেয়েদের ন্যায় লালন পালন করেন, শান্তি গরিব পরিবারের মেয়ে কিন্তু সবার সাথে খুব মিশুক ছিল, শান্তি স্বাধীনভাবে সবার সাথে চলাফেরা, খেলাধুলা, লেখাপড়া, সবকিছুই করেছে। স্থানীয় মেম্বার জানান শান্তি আসলে কি এটা কেউ মনে রাখেনি, কারণ শান্তি এলাকার কোন লোকের সমস্যায় সবার আগে থাকত, কারো সমস্যা হলে রাত কি দিন এটা তার কাছে ছিল না, সে দৌড়ে যেত নারী-পুরুষ যেকারো যেকোনো সমস্যায় শান্তিকে পাওয়া যেত সবার আগে, তাই আমরা সবাই মিলে শান্তিকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করি। সাবেক মেম্বার বিল্লাল হোসেন জানান ছোটবেলা থেকে তার এমন উদার মন-মানসিকতা কার্যক্রম দেখে সবাই মিলে সিদ্ধান্ত নেই এবং সে গরীব ঘরের সন্তান টাকা পয়সা নাই তাই আমরাই টাকা পয়সা দিয়ে তাকে নির্বাচনে দাঁড় করাই এবং এলাকার মানুষ তার কার্যক্রমে সন্তুষ্ট থাকায় তাকে বিপুল ভোটের মাধ্যমে পাস করায়। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন তিনি যখন ভোটার হয়েছেন তখন নারী  হিসেবে ভোটার হন ফলে নির্বাচন করতে  আইনী কোন বাধা নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা