২৯ মার্চ ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,এম এইচ বিপ্লব সিকদার : অতি মারী করোনাভাইরাস এর প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, অতিরিক্ত ভারচুয়াল ব্যবহার, মাদক,রাজনৈতিক নেতাদের (বড় ভাই) কূট কৌশলের অপ প্রয়োগের ফলে শহর ও গ্রাম গঞ্জের প্রতিটি প্রায় মহল্লায় দিন দিন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েই চলছে। অনুসন্ধানে দেখা গেছে এক শ্রেণীর অসাধু বড় ভাই অপ রাজনীতিক এর ছত্রছায়ায় থেকে হত্যা থেকে শুরু করে যে কোন অপরাধ জনীত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পরছে। নামধারী বড় ভাই গুলো লোক চক্ষুর আড়ালে থেকে তাদের হাতে অর্থ থেকে শুরু করে অস্ত্র উঠিয়ে দিতেও কুন্ঠা বোধ করছেনা। প্রান্তিক পর্যায়ে বিভিন্ন নাম যেমন ব্লেড গ্রুপ, মলম পার্টি, পিচ্চি গ্রুপ ইত্যাদি ইত্যাদি নামে একেক এলাকায় পরিচিত। অভিভাবকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়া গতিতে আড্ডা আর অপরাধ করে বেড়াচ্ছে এর সুযোগ নিচ্ছে এক শ্রেণীর অসাধু বড় ভাইরা। কোথাও কোথাও অনুসন্ধানে দেখা গেছে পুলিশের সোর্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। কথিত আশ্রয় প্রশ্রয় দেওয়া জ্ঞানপাপী অপরাজনীতিকের পেট ভরাতে নতুন প্রজন্মকে বিভিন্ন কলাকৌশল করে লাঠিয়াল বাহিনীর মত ব্যবহার করা হচ্ছে। সাংবাদিক, রাজনৈতিক, অভিভাবক, ব্যবসায়ী কেউ নিরাপদ নয়। প্রজন্মকে বাচাতে, দেশ ও জাতীকে বাচাতে এখনই লাগাম টানা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও সজাগ দৃষ্টি রাখা জরুরি। ইভটিজিং, মাদক সেবন,ধর্ষণ, ভূমি দখল,চুরি, ছিনতাই সহ এমন কোন অপরাধ নেই যার সাথে বখাটে কিশোর গ্যাং গ্রুপ করছেনা। মদদদাতা সহ সবাইকে আইনের আওতায় না আনতে পারলে জাতি অন্ধকারে পতিত হতে পারে। দ্রুত কিশোর গ্যাং গ্রুপ এর দৌরাত্ম্য লাগাম টানতে হবে।
লেখক – মো: মাহমুদুল হাসান বিপ্লব সিকদার – কাউন্সিলর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।