৫ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,
মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় মরহুম হাজী আব্দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা মানিকার চর একাদশ বনাম ডেমরা সানারপাড় একাদশপ্রীতি ম্যাচে ডেমরা সানার পাড় একাদশ ফুটবল টিমকে মেঘনা উপজেলা মানিকার চর একাদশকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ ফুটবল টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।(বিজ্ঞাপন)

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক মোঃ আলমগীর রহমান ,মানিকার চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ , আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোঃ কাইয়ুম হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আল-আমিন,
লুটেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজাম্মেল হক,চালিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সানাউল্লা সরকার প্রমুখ। উল্লেখ্য খেলায় দর্শকদের উপস্থিতি ও উচ্ছাস ছিল লক্ষনীয়।

মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।