• শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার সাদ্দামসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার তারেক রহমানের প্রত্যাবর্তনে জনসমুদ্র—কনকনে শীত ভেদ করে ইতিহাস গড়ার অপেক্ষা সিডিএতে প্ল্যান অনুমোদনে ঘুস ও হয়রানির অভিযোগে দুদকের অভিযান একদিনে তিন জেলায় দুদকের অভিযান , ফাঁস অনিয়মের চিত্র ইগো: নীরব এক সামাজিক রোগ গ্রামে ডাক্তার পরিচয়ের আড়ালে বাড়ছে চিকিৎসা সংকট মেঘনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল সুদানে ড্রোন হামলায় শহীদ শান্তিরক্ষীদের জানাজা ভ্যাট–ট্যাক্স ফাঁকি ও প্রান্তিক পর্যায়ের প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রফেসর পরিচয়ের অপব্যবহার: নীরব অপরাধ কেন?

৩০ নভেম্বর এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে দুবাই যাচ্ছেন রাইয়ান রহমান

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

২৯ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

এম এইচ বিপ্লব সিকদার।।

তুরস্কের ইস্তাম্বুল এ অনুষ্ঠিত সাব জুনিয়র ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশীপে চতুর্থ স্থান অধিকারী রাইয়ান রহমান ৩০ নভেম্বর এশিয়ান পাওয়ার লিফটিং সাব – জুনিয়র চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে দুবাই যাচ্ছেন। এবারের প্রতিযোগিতায় ২৯ টা দেশের ৪৮৫ জন পাওয়ার লিফ্টার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ১০ জনের একটি পাওয়ার লিফ্টার দল দুবাইতে অংশগ্রহণ করবেন। রাইয়ান রহমান কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের সোনার চর গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে। রাইয়ানের পরিবারের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। , রাইয়ানের ক্যাটাগরি হচ্ছে সাব-জুনিয়র (৫৯কেজি) ডিসেম্বরের ২-৭ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। খেলা গুলো ইউটিউবে লাইভ দেখা যাবে।রাইয়ানের খেলা ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ।রাইয়ানের বাবা মোস্তাফিজুর রহমান বলেন, আমার ছেলে রাইয়ান রহমান গত সেপ্টেম্বরে, ২০২২ তুরস্কের ইস্তাম্বুল এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সব জুনিয়ার ক্যাটাগরিতে তিনটি ইভেন্টের ভিতর( ৫৯ কেজি শরীরের ওজন ) একটিতে সিলভার (স্কোয়াট) একটিতে ব্রোঞ্জ (ডেড লিফট) ও একটিতে ষষ্ঠ স্থান ( বেঞ্চ প্রেস) অধিকার করেন। সম্মিলিতভাবে ওয়ার্ল্ডে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ।  উল্লেখ্য যে পৃথিবীর ৪৯ টা দেশ থেকে ২১২ জন পরীক্ষিত পাওয়ার লিফ্টার lএই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। রাইয়ান , বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্লেয়ার হিসেবে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন