October 16, 2025, 9:35 pm
সর্বশেষ:
মেঘনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের  চক্ষু শিবির 

১৭ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

মেঘনা প্রতিনিধি।। 

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের পক্ষ থেকে চক্ষু সিবিরের আয়োজন করা হয়েছে।
 আজ শনিবার বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার  সহযোগিতায়  উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা এলাকায়  এ  চক্ষু শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়   চক্ষু শিবিরে  বিনামূল্যে ৪৫০ জন রুগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
   চক্ষু শিবিরের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উপদেষ্টা, বিএন কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ   ক্যাপ্টেন মোসলেহ উদ্দীন,বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক  পরমাণু বিজ্ঞানী, অধ্যাপক ডঃ মোহাম্মদ আলী,সাবেক  অধ্যক্ষ ও লেখক  মোঃ আমির হোসেন।  এস এম শিবলী রেজা, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল কর্মকর্তা মুক্তিযোদ্ধা এস এম শিবলী রেজা, ।
ড. খন্দকার মোশারফ হোসেন কলেজের প্রিন্সিপাল  মোঃ রেজাউল করিম,  মানিকার চর সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ের   সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,   আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের, প্রধান নির্বাহী পরিচালক সাকিব মিয়াজি, সহ-সভাপতি রাইয়ান জহির, ,   সভাপতি নাসরিন সুলতানা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিঃ মহিউদ্দিন মুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান আনিস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল  ভূইয়া, মোঃ মিলন  সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা