July 27, 2024, 4:33 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের  চক্ষু শিবির 

১৭ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

মেঘনা প্রতিনিধি।। 

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের পক্ষ থেকে চক্ষু সিবিরের আয়োজন করা হয়েছে।
 আজ শনিবার বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার  সহযোগিতায়  উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা এলাকায়  এ  চক্ষু শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়   চক্ষু শিবিরে  বিনামূল্যে ৪৫০ জন রুগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
   চক্ষু শিবিরের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উপদেষ্টা, বিএন কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ   ক্যাপ্টেন মোসলেহ উদ্দীন,বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক  পরমাণু বিজ্ঞানী, অধ্যাপক ডঃ মোহাম্মদ আলী,সাবেক  অধ্যক্ষ ও লেখক  মোঃ আমির হোসেন।  এস এম শিবলী রেজা, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল কর্মকর্তা মুক্তিযোদ্ধা এস এম শিবলী রেজা, ।
ড. খন্দকার মোশারফ হোসেন কলেজের প্রিন্সিপাল  মোঃ রেজাউল করিম,  মানিকার চর সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ের   সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,   আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের, প্রধান নির্বাহী পরিচালক সাকিব মিয়াজি, সহ-সভাপতি রাইয়ান জহির, ,   সভাপতি নাসরিন সুলতানা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিঃ মহিউদ্দিন মুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান আনিস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাকিল  ভূইয়া, মোঃ মিলন  সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা