১৭ আগষ্ট ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,
বিপ্লব সিকদার :
নরসিংদী বিআরটিএতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুদক।আজ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) কর্মচারী- কর্মকর্তাদের বিরুদ্ধে লাইসেন্স প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায় বিআরটিএ, নরসিংদী এর কর্মচারী- কর্মকর্তাদের বিরুদ্ধে লাইসেন্স প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অবস্থান করে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। এসময় টিম ৩ জন দালালকে অর্থ ও কিছু কাগজপত্র সহ হাতেনাতে ধরে। পরবর্তীতে
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট টিম বিআরটিএ, নরসিংদীর কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।