October 22, 2024, 3:14 pm

২ দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুদক

২১ আগষ্ট ২০২৩ইং,বিন্দুবাংলা টিভি ডটকম, বিপ্লব সিকদার :

২ দপ্তরে অভিযান পরিচালনাসহ ৩ টি দপ্তরে পত্র প্রেরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২০ আগষ্ট) দুর্নীতি দমন কমিশনের(দুদক) এনফোর্স মেন্ট টিম পৃথক অভিযান পরিচালনা করেন। রাজশাহী জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) নাটোর জেলার সিংড়া উপজেলাধীন জামতলী-বামিহাল-রানীরহাট সড়কের ৯ কিলোমিটার সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং টাংগাইলের ভূঞাপুর সাব-রেজিস্ট্রার দপ্তরে জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম এ অভিযান পরিচালনা করেছে। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
নাটোর জেলার সিংড়া উপজেলাধীন জামতলী-বামিহাল-রানীরহাট সড়কের ৯ কিলোমিটার সংস্কার কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটুমিন ছাড়াই রাস্তা কার্পেটিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়, রাজশাহী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম প্রথমে উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি নাটোর হতে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে ও পরবর্তীতে প্রকল্প সংশ্লিষ্ট রাস্তা সরেজমিন পরিদর্শন করে।আপাতদৃষ্টিতে রাস্তার কাজে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি। ইতোপূর্বে পরিচালিত অভিযানে প্রকৌশলী পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সংগ্রহপূর্বক ল্যাবে প্রেরণ করা হয়।নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।বিজ্ঞপ্তিতে আরো জানায়   সাব-রেজিস্ট্রার,ভূঞাপুর,টাংগাইল এর বিরুদ্ধে পাওয়ার অব এটর্নি দলিল করতে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র এবং অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনায় দেখা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট দলিলটি কমিশনের জন্য আবেদন করা হয়নি। অভিযোগকারী ভূঞাপুর সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবীশকে ঘুষ প্রদান করেন মর্মে জানান তবে এই ব্যাপারে তিনি দালিলিক বা মৌখিক কোনো প্রমাণ দাখিল করতে পারেন নি। এ বিষয়ে সাব-রেজিষ্ট্রার জানান, দলিল নাম্বারিং করার সময় ভুলবশত তৎকালীন অফিস সহায়ক একটু কাটাকাটি করে ফেলে তবে টাকা লেনদেনের বিষয়ে তিনি অবগত নন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা