October 15, 2025, 11:09 pm
সর্বশেষ:
মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

পাঠানের সিংহাসন কেড়ে নিতে পারে জওয়ান

বিনোদন ডেস্ক :

চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে বছরের শুরুতেই বাদশাহি ক্যাম ব্যাক করেছিলেন শাহরুখ। সেই রেশ কাটতে না কাটতেই জওয়ান জ্বরে কাবু গোটা বিশ্ব। বক্স অফিস জুড়ে শুধুই শাহরুখ শাসন! মাত্র ৭ মাসের ব্যবধানে ভারতের বক্স অফিসে দুইটি ৫০০ কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান।

দ্বিতীয় সপ্তাহ শেষে আয় সামান্য কমেছে ঠিকই। কিন্তু মুক্তির ১৫ দিন পরেও বক্স অফিসে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘জওয়ান’কে ঘিরেই। সাকনিল্কের রিপোর্ট অনুসারে ১৬ নম্বর দিনে অর্থাৎ মুক্তির তৃতীয় শুক্রবার দেশের বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে জওয়ান, যা এত দিনের মধ্যে সর্বনিম্ন। যদিও তৃতীয় সপ্তাহে এসে এই আয় মোটেও কম নয়। অনেক সিনেমা প্রথম দিনেও এই পরিমাণ আয় করতে পারে না। এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে মোট ৫৩২.৯৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।

আজ শনিবারই পাঠানকে ছাপিয়ে যেতে পারে জওয়ান! ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, আর ‘জওয়ান’ এর এখন পর্যন্ত আয় ৫৩২.৯৩ কোটি রুপি। পাঠানের আয়কে ছাপাতে জওয়ানের দরকার আর মাত্র ১০ কোটি রুপি। আজ শনিবার ছুটির দিনে সিনেমাটির আয় নিঃসন্দেহে বাড়বে গত দু-দিনের চেয়ে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ শনিবার পাঠানের সিংহাসন কেড়ে নিতে পারে জওয়ান।

 

এদিকে বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে জওয়ান। ১৫ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯২২.৫৫ কোটি রুপি। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড টপকে যাবে শাহরুখের জওয়ান, দাবি বাণিজ্য বিশ্লেষকদের। এই মাইলফলক ছুঁয়ে ফেললে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করবেন শাহরুখ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা