August 24, 2025, 4:45 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

১২ ঘন্টা সুরমাতে ৬৫ কিমি সাঁতার কেটে ষষ্ঠ স্থানে মেঘনার আকিক

২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

বিপ্লব সিকদার :

বাংলাদেশে প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা সিলেটে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন কুমিল্লার মেঘনা উপজেলার আল আমিন আকিক। তার গ্রামের বাড়ি চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামে। আল আমিন আকিক বলেন পৃষ্ট পোষকতা পেলে একদিন বিশ্ব জয় করে বাংলাদেশের পতাকা নিয়ে দাড়ানো স্বপ্ন দেখি বাকি আল্লাহর ইচ্ছা। জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে ও বেঙ্গলস ডলফিনস এর অংশগ্রহণে এবং কানাইঘাট ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীর ব্রিজ থেকে সিলেট সুরমা কিনব্রিজ পর্যন্ত দেশে এই প্রথম ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৬ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে প্রায় সাড়ে ১২ ঘন্টা সাতার কাটিয়ে সিলেটের কিনব্রিজ জিরো পয়েন্টে প্রতিযোগীরা আসেন। ছেলেদের মধ্যে ১ম বিজয়ী বরগুনার সাইফুল ইসলাম রাসেল তার সময় লেগেছে ১১ ঘন্টা ১৬ মিনিট ও মেয়েদের মধ্যে ১ম বিজয়ী গাইবান্ধা সদর উপজেলার সোহাগী আক্তার তার সময় লেগেছে ১১.৪৪ ঘন্টা। ছেলেদের মধ্যে ২য় স্থান অধিকার করেন মনিরুজ্জামান তার সময় ১১.৩৯ ঘন্টা, ৪র্থ হবিগঞ্জ এর রনক ইসলাম সময় ১১.৪৬ ঘন্টা, ৫ম টাঙ্গাইল এর বদর উদ্দিন ১১.৪৭ ঘন্টা, ৬ষ্ট স্থান অধিকার করেন কুমিল্লার মেঘনা উপজেলার মো: আল আমিন আকিক ১২ ঘন্টা, এবং ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে ৭ম স্থান অধিকার করেন খুলনার মো: ফারুক হোসেন এবং ৮ম স্থান নরসিংদীর শুভ্র মাহমুদ কামাল। উক্ত প্রতিযোগিতায় ১১জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আল আমিন আকিক ইতিমধ্যে সমুদ্রে বাংলা পয়েন্ট, পদ্মা, মেঘনা সহ বড় সব নদী জয় করেছেন। একজন সাই ক্লিষ্ট হয়ে দেশের ৬৪ জেলা ঘুরে পারি দিয়েছেন দেশের বাহিরেও।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা