২ টি দপ্তরে দুদকের অভিযান

 

বিপ্লব সিকদার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্স মেন্ট ইউনিট ২ টি দপ্তরে অভিযান পরিচালনা করেছে।অন্যদিকে ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করেছে।

৮ অক্টোবর( রোববার) দুদক, সজেকা, গাজীপুর ও বগুড়া জেলা দুদকের পৃথক দুটি টিম এ অভিযান পরিচালনা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চন্দ্রা, গাজীপুর এর কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে আজ ০৮-১০-২০২৩ খ্রি. দুদক, সজেকা, গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় । অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট স্থানসমূহে অবৈধ সংযোগ পাওয়া যায়। পরবর্তীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চন্দ্রা, গাজীপুর এর সহযোগিতায় প্রায় ১৫ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ব্যাপারে পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিতাস কর্তৃপক্ষ-কে নির্দেশনা প্রদান করে এনফোর্সমেন্ট টিম।

অপরদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিবগঞ্জ, বগুড়া এর কর্মকর্তার বিরুদ্ধে বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, বগুড়া থেকে আজ আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, দাপ্তরিক কাজে ব্যবহারের উদ্দেশ্য অফিসের মোটর সাইকেলটি কর্মকর্তা নিজে ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ব্যবহার করেন মর্মে জানা যায়। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়মিত এবং ঠিক সময়মত অফিস করেন না মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।