October 18, 2024, 8:35 am
সর্বশেষ:
মেঘনায় টিসিবির পন্য ক্রয় করতে এসে পদদলিত হয়ে বাড়ি ফিরলেন নারী স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মেঘনায় অটোরিকশা চুরি মেঘনায় দুটি কলেজের ফলাফলে ক্ষুব্ধ মেঘনাবাসী কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন চিলমারীতে হস্তান্তরের আগেই ব্রহ্মপুত্রের পেটে যাচ্ছে আবাসন প্রকল্পের ঘর ১২ বছর আগে মিছিলে হামলা: সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা আগামীর বাংলাদেশ হবে ইসলামের, নেতৃত্ব দেবে জামায়াত: মতিউর রহমান আকন্দ রিমান্ড শেষে সাবেক মুখ্য সচিব আজাদ ও আ.লীগ নেতা হুমায়ুন কারাগারেরিমান্ড শেষে সাবেক মুখ্য সচিব আজাদ ও আ.লীগ নেতা হুমায়ুন কারাগারে সিলেটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিনিয়র আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক।।

বিচার বিভাগকে আরও এগিয়ে নিতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচার ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা ও কার্যকর পদ্ধতি প্রতিষ্ঠার প্রয়োজন। আপনারা সকলেই সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে সহযোগিতা করবেন। মতামত ও প্রস্তাবসমূহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাঠাতে পারবেন। এ ছাড়া ব্যক্তি হিসেবে নিজেদের মতামত লিখিতভাবে আমাদের কাছে পাঠাতে অনুরোধ জানাচ্ছি।

প্রধান বিচারপতি বলেন, আমাদের এই পরিকল্পনা নিখুঁত হবে না জানি, কিন্তু পথচলার জন্য পরিকল্পনা থাকা আবশ্যক। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পরিকল্পনা একটি দিকনির্দেশনা হিসেবে থাকবে। এর অনেক কিছুই তাদের পথ চলতে সহায়ক হবে।

সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম.ইনায়েতুর রহিম, বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী ড.কামাল হোসেন, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এম আমীর-উল ইসলাম, সিনিয়র আইনজীবী রাবেয়া ভূঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বারের বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী প্রমুখ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা