December 20, 2024, 10:42 pm
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

সিনিয়র আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক।।

বিচার বিভাগকে আরও এগিয়ে নিতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে সাবেক ও বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচার ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ আছে। এসব অভিযোগ নিরসনের জন্য নিরন্তর প্রচেষ্টা ও কার্যকর পদ্ধতি প্রতিষ্ঠার প্রয়োজন। আপনারা সকলেই সুচিন্তিত মতামত ও প্রস্তাব দিয়ে সহযোগিতা করবেন। মতামত ও প্রস্তাবসমূহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পাঠাতে পারবেন। এ ছাড়া ব্যক্তি হিসেবে নিজেদের মতামত লিখিতভাবে আমাদের কাছে পাঠাতে অনুরোধ জানাচ্ছি।

প্রধান বিচারপতি বলেন, আমাদের এই পরিকল্পনা নিখুঁত হবে না জানি, কিন্তু পথচলার জন্য পরিকল্পনা থাকা আবশ্যক। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পরিকল্পনা একটি দিকনির্দেশনা হিসেবে থাকবে। এর অনেক কিছুই তাদের পথ চলতে সহায়ক হবে।

সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম.ইনায়েতুর রহিম, বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী ড.কামাল হোসেন, সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এম আমীর-উল ইসলাম, সিনিয়র আইনজীবী রাবেয়া ভূঁইয়া, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বারের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বারের বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী প্রমুখ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা