November 23, 2024, 11:02 pm

আগামীকাল দুদকের গণশুনানি

বিপ্লব সিকদার।।

 

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানে কিশোরগঞ্জ জেলা সদরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল ২৯ অক্টোবর( রবিবার) সকাল ৯টায় শিল্পকলা একাডেমি মিলনায়তন, কিশোরগঞ্জে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে হয়রানি, ঘুষ বা দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।দুর্নীতি দমন কমিশন( দুদক) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো: মাহবুব হোসেন। আরো উপস্থিত থাকবেন মহাপরচিালক (প্রতরিোধ)

মো: আক্তার হোসনে, দুর্নীতি দমন কমিশন পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার), পুলিশ সুপার, কিশোরগঞ্জ, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দপ্তর প্রধান, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ । বিজ্ঞপ্তিতে আরো জানায়
গণশুনানিতে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ কিশোরগঞ্জ জেলা সদরের সকল দপ্তরের অফিস প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হবে। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করাই উক্ত গণশুনানির মূল লক্ষ্য।

উক্ত গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে কিশোরগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, ব্যানার, পোস্টার, লিফলেট, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রচার- প্রচারণা করা হয়েছে। ফলে কিশোরগঞ্জ জেলা সদরে উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কিশোরগঞ্জ জেলা সদরের সকল নাগরিকগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা