October 15, 2025, 9:11 am
সর্বশেষ:
দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার

কুমিল্লা -২ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন শফিকুল আলম

মেঘনা প্রতিনিধি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ২ (হোমনা -মেঘনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান,মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ শফিকুল আলম। দলীয় মনোনয়ন না পেয়ে গত মঙ্গলবার রাতে নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। মনোনয়ন পত্র আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর জমা দিবেন বলেও জানান তিনি । মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম মেঘনা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দিন মুন্সী তপন, যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামীম, সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টার সহ মেঘনা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও থানার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নির্বাচন করাটাও আমার দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। যেহেতু দল থেকে বাধা নেই তাই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি এলাকার ভোটাররা আমার সঙ্গে থাকবেন।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা