November 21, 2024, 6:24 am

মেঘনার গোবিন্দপুরের ইতিহাস ঐতিহ্যে ভরা জমিদার বাড়িটি হতে পারে পর্যটন কেন্দ্র

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামে অবস্থিত ইতিহাস ঐতিহ্য বহনকারী জমিদার বাড়িটি হতে পারে পর্যটন কেন্দ্র। বাড়িটি পোড়া বাড়ি নামে পরিচিত। হিন্দু ধর্মাবলম্বী জমিদার বাড়িটিতে কথিত আছে জুতা পায়ে কোন ব্যক্তি বাড়ির উপর দিয়ে হেটে যেতে পারতোনা।

বর্তমানে পাশের গ্রাম সোনার চর এর এক ধনাঢ্য ব্যক্তির ক্রয় সম্পত্তি হিসেবে দখলে আছে। অসাধারণ দৃষ্টি নন্দিত কারুকাজ সমৃদ্ধ পুরনো একাধিক ভবন সহ বিশাল পুকুর রয়েছে। যা নাঃ গঞ্জের সোনার গাও যাদুঘরের পড়ে এটিই বড় জমিদার বাড়ি হতে পারে। প্রত্নতত্ত্ব বিভাগ বা স্থানীয় প্রশাসন জায়গার মালিকের সাথে কথা বলে তৈরি করতে পারে পর্যটন কেন্দ্র। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন নিয়ে আসছি খুব শিগগিরই বিন্দু বাংলা টিভি ডটকম এ।পড়ার আমন্ত্রণ রইল —-


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা