• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

চৈত্রের কুয়াশায় ফসল ক্ষতির আশঙ্কা

নিজস্ব সংবাদ দাতা / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

 

ইব্রাহিম খলিল :

চৈত্রমাসে ভ্যাপসা গরম, প্রখর রোদ, কখনো, কখনো বৃষ্টি এমন আবহাওয়াই উপভোগ করে আসছে এ অঞ্চলের মানুষ। যুগ যুগ ধরে কিছু পরিবর্তন ছাড়া একই আবহাওয়ার আকস্মিক পরিবর্তন দেখা দিয়েছে এই অঞ্চলে।বলছিলাম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার কথা। গত দুই সপ্তাহ যাবত একদিকে গরম, অন্যদিকে শীত, কুয়াশাচ্ছন্ন ভোর, সব মিলিয়ে নতুন এক আবহাওয়ার মধ্যে বসবাস করছে এ অঞ্চলের বাসিন্দারা । পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াতে কষ্ট এ অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের।

 

কৃষিবিদরা বলছেন এতে মৌসুমি ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। চৈত্র মাসের শুরুতে এমন ঘনকুয়াশা, মাঝেমধ্যে ঝড়বৃষ্টিও হয়। অন্যদিকে গরমের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে এবং কখনও কখনও হালকা শীতের পরশ, রাতের কুয়াশা বৈরী পরিবেশ বিরাজ করায় এলাকার বাসিন্দাদের ভাবিয়ে তুলছে।
এ বিষয়ে ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান সাংবাদিক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বলেন এ বিষয়ে আমি কোন বিশেষজ্ঞ নই তবে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে এমন হতে পারে। এদিকে ‘নূর-মজিদ আয়ুর্বেদিক কলেজ’ এর অধ্যক্ষ ডা. মোহাম্মদ মামুন মিয়া বলেন, এ ধরনের কুয়াশা রোগ-বালাইয়ের লক্ষণ। অসময়ে আবহাওয়ার তারতম্য মানুষের শরীরের জন্য মোটেই উপযোগী নয়। এই আবহাওয়ায় মানুষের ইনফ্লুয়েঞ্জা ও ভাইরাল জ্বরসহ আরও অনেক রোগ দেখা দিতে পারে। তবে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এটিকে বলে ‘লো ক্লাউড’ বা নিচু মেঘ। মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম বলেন, ইদানীং বেশ কিছুদিন যাবৎ রাতের বেলা নিন্ম তাপমাত্রা ও দিনের বেলা উচ্চতাপমাত্রা বিরাজ করছে। এমন তাপমাত্রায় আমের মুকুল ও গুটির জন্য ক্ষতিকর। আমের মুকুলে ‘পাউডারি মিলডিউ’ নামে এক ধরনের রোগ দেখা দেয়। এতে আমের মুকুল ঝরে পড়ে। অপরদিকে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। এতে ফলগাছ ও মাঠ ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে উপসহকারি কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন