August 26, 2025, 9:03 am

মেঘনায় ল্যাট্রিনে উদ্বোধনের পরেই ঝুলছে তালা

 

মেঘনা প্রতিনিধি।।

ইউরোপিয়ান ইউনিয়নের ৩,লাখ ৯৭ হাজার ১ শত ৮৫ টাকা আর্থিক সহায়তায় কমিউনিটি ল্যাট্রিন টি ২০১৩ সালে কুমিল্লার মেঘনা উপজেলার সেননগর বাজারে ইউপি পরিষদ ভবন সংলগ্নে নির্মাণ করা হয়। এর পর থেকে তালা ঝুলিয়ে দেয় কে বা কারা।ব্যবহার করতে পারেনি স্থানীয় কমিউনিটি। আধুনিক ল্যাট্রিন টি আস্তেধীরে পরিত্যক্ত হতে চলছে। সচেতন নাগরিকরা বলেন যদি ব্যবহারই করা না হয় তা হলে এই প্রকল্প টি এই স্থানে না দিয়ে অন্য স্থানে দিলে অর্থের সদ্ব্যবহার হত। যদিও এই ল্যাট্রিন হওয়ার পর কয়েকটি ল্যাট্রিন করা হয়েছে বাজার টিতে। স্থানীয় প্রশাসনের নিকট এলাকাবাসীর দাবি হয় ব্যবহারের উপযোগী করে উম্মুক্ত করা হোক অন্যথায় ভেঙে ঐ জায়গায় গাছ লাগিয়ে দেওয়া হোক অন্তত অক্সিজেন পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা