April 4, 2025, 4:20 am

মেঘনার সড়কে যত্রতত্র গতিরোধক স্থাপন বন্ধ করা জরুরি

বিপ্লব সিকদার।। 
সাধারণত দুর্ঘটনা রোধে রাস্তায় তৈরি করা হয় স্পিড ব্রেকার বা গতিরোধক। এসব গতিরোধক স্থাপন করা হয় দুর্ঘটনাপ্রবণ এলাকায়। কিন্তু কুমিল্লা জেলার মেঘনা উপজেলার প্রধান সড়ক শাখা সড়ক গুলোতে দেখা যায় অপরিকল্পিত গতিরোধক, আবার বালু ভরাটের পাইপ সড়কের এপারওপার করে অপরিকল্পিত গতিরোধক স্থাপন করে। প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হয় বিভিন্ন যানবাহন। এই সব গতিরোধক স্থাপন করে এলাকার প্রভাব শালী বালু ব্যবসায়ীরা।গতকাল শনিবার সন্ধ্যায় মানিকার চর ইউনিয়নের জয়পুর এলাকায় এপারওপার পাইপেকে ঘিরে অস্থায়ী গতিরোধকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন সড়কের পাশে তিন মটর সাইকেল আরোহী। তাদের দুই জন পাশের উপজেলার আড়াইহাজার বাসিন্দা একজন মেঘনা উপজেলার। দূর্ঘটনার স্বীকার একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করে এবং দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছে। স্থানীয় প্রশাসনের উচিত এই ধরনের অস্থায়ী, স্থায়ী গতিরোধকের অনুমতি দেওয়ার আগে নিয়মনীতি অনুসরণ করে যেন গতিরোধক স্থাপন করা হয়। আর যদি অনুমতি ছাড়া করে তাহলে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করা। সড়কে শান্তি শৃঙ্খলা ও দূর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের উচিত জরুরি ভাবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা